কাটোয়ার হেরোইন কান্ডে ধৃত ৬ জনকে বর্ধমান আদালতে পাঠালো পুলিশ

কাটোয়ার হেরোইন কান্ডে ধৃত ৬ জনকে বর্ধমান আদালতে পাঠালো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কাটোয়ার হেরোইন কান্ডে ধৃত ৬ জনকে বর্ধমান আদালতে পাঠালো পুলিশ। রাজ্য এস.টি.এফের বিশেষ অভিযানে কাটোয়ায় রাজোয়া গ্রাম থেকে উদ্ধার হয় হিরোইন তৈরীর কারখানা। এই হেরোইন কান্ডে কাটোয়া থেকে চারজন এবং কলকাতা থেকে সাদেক হোসেন ও সমরজীৎ সিং কে গ্রেপ্তার করে রাজ্যে এস.টি.এফ। সোমবার ধৃত ছয়জন কে বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলে এস.টি.এফ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মাদক সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে ।

 

এই ঘটনায় মূল অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে ১৪ দিনের আবেদন জানানো হয়েছিল এস.টি.এফের পক্ষ থেকে। অতিরিক্ত জেলা জর্জ বিশ্বরুপ সীট ১৪ দিনের মধ্যে ৫দিনের এস.টি.এফ হেফাজত এবং বাকি তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত গোলাম মুর্তাজা,মিঠুন শেখ ও সাদেক হোসেন কে নিজেদের হেফাজতে নিয়ে মাদক কারবারের বিষয়ে আরো বিষদ জানতে কলকাতা নিয়ে যায় এস.টি.এফ।

আরও পড়ুন – একুশের প্রচারে এবার মহিলা তৃণমূলের হাট মিছিল সোনাপুরে

উল্লেখ্য, রাজ্য এস.টি.এফের বিশেষ অভিযানে কাটোয়ায় রাজোয়া গ্রাম থেকে উদ্ধার হয় হিরোইন তৈরীর কারখানা। এই হেরোইন কান্ডে কাটোয়া থেকে চারজন এবং কলকাতা থেকে সাদেক হোসেন ও সমরজীৎ সিং কে গ্রেপ্তার করে রাজ্যে এস.টি.এফ। সোমবার ধৃত ছয়জন কে বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলে এস.টি.এফ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মাদক সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে ।

 

এই ঘটনায় মূল অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে ১৪ দিনের আবেদন জানানো হয়েছিল এস.টি.এফের পক্ষ থেকে। অতিরিক্ত জেলা জর্জ বিশ্বরুপ সীট ১৪ দিনের মধ্যে ৫দিনের এস.টি.এফ হেফাজত এবং বাকি তিনজনকে জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত গোলাম মুর্তাজা,মিঠুন শেখ ও সাদেক হোসেন কে নিজেদের হেফাজতে নিয়ে মাদক কারবারের বিষয়ে আরো বিষদ জানতে কলকাতা নিয়ে যায় এস.টি.এফ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top