ভাইরাল – সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এক গা ঘিনঘিনে কিন্তু বিস্ময়কর ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একটি বিষধর গোখরো কাঠের পাটাতনের ফাঁক দিয়ে অন্য একটি সাপকে জ্যান্ত গিলে খাচ্ছে। ছোট সাপটির শরীরের অর্ধেক ইতিমধ্যেই গোখরোর মুখের ভিতরে চলে গেছে, আর বাকি অর্ধেক বাইরে ঝুলে নড়ছে। সেই ভয়ংকর দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, গোখরোটি কাঠের পাটাতনের ছোট্ট ফাঁক থেকে মাথা বার করে নিজের জাতভাই সাপকে গিলে ফেলছে। শরীরের উপরের অংশ চোয়ালের মধ্যে অদৃশ্য, আর নিচের অংশ এখনও নড়ছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আচরণ গোখরোর ক্ষেত্রে অস্বাভাবিক নয়। খাবারের অভাব বা প্রতিযোগিতার পরিস্থিতিতে গোখরো অন্য সাপকে— এমনকি নিজের প্রজাতিকেও— আক্রমণ করে খেয়ে ফেলে।
বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ হিসেবে পরিচিত গোখরোর বিষ এতটাই মারাত্মক যে তা মুহূর্তে শিকারকে কাবু করে দিতে সক্ষম। তাই ছোটখাটো সাপ তো বটেই, নিজের জাতভাইদেরও এর কাছে রক্ষা নেই।
ভাইরাল এই ভিডিওটি এক্স হ্যান্ডল ‘TheDarkCircle’ থেকে পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যেই কয়েক লক্ষবার দেখা হয়েছে। প্রকৃতির এই ভয়ংকর অথচ বিস্ময়কর দৃশ্য দেখে নেটাগরিকেরা হতবাক। কেউ কেউ কমেন্টে লিখেছেন, “সাপের ক্যানিবাল সংস্করণ!”
