কাঠ পাচার অভিযোগের তদন্তে নেমে ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার গ্রেপ্তার । বনদপ্তর এর করা কাঠ পাচারের অভিযোগের তদন্তে নেমে ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। জানা যাচ্ছে, ওই যুবকের নাম গৌতম কর্মকার। তিনি গাজোল এর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিয়মিত চেকিং এর সময় একটি কাঠ বোঝাই লরি আটক করে বনদপ্তর। লরিটি মালদার পুখুরিয়া থানার পরানপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কাগজপত্র দেখে সন্দেহ হয় বনদপ্তরের আধিকারিকদের। এরপরই ওই লরি চালক আমরত সিং কে আটক করে বনদপ্তর এর কর্মীরা।
জানা যায়, ওই লরি চালক রাজস্থানের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় ওই লরি চালক এর কথায় অসঙ্গতি থাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অভিযোগ জানানো হয় ইংরেজবাজার থানায়। এরপর এই ঘটনার তদন্তে নেমে লরি চালককে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের সন্ধান পায় পুলিশ। মালদা গাজোল এর বাসিন্দা গৌতম কর্মকার ইংলিশ বাজারের বাসিন্দা সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে এই গৌতম কর্মকার নিজেকে ফরেস্ট ডিপার্টমেন্ট এর রেঞ্জ অফিসার পরিচয় দিয়ে কাঠ পাচার করত। জানা যাচ্ছে, বনদপ্তরের সিল জাল করে এই কাজ করতো গৌতম কর্মকার। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। ইতিমধ্যে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।
আর ও পড়ুন টাকি রোডে নজরে সিসিটিভি, নাকা চেকিংয়ে গাঁজা ফেনসিডিল আটক
উল্লেখ্য, কাঠ পাচার অভিযোগের তদন্তে নেমে ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার গ্রেপ্তার । বনদপ্তর এর করা কাঠ পাচারের অভিযোগের তদন্তে নেমে ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। জানা যাচ্ছে, ওই যুবকের নাম গৌতম কর্মকার। তিনি গাজোল এর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিয়মিত চেকিং এর সময় একটি কাঠ বোঝাই লরি আটক করে বনদপ্তর। লরিটি মালদার পুখুরিয়া থানার পরানপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কাগজপত্র দেখে সন্দেহ হয় বনদপ্তরের আধিকারিকদের। এরপরই ওই লরি চালক আমরত সিং কে আটক করে বনদপ্তর এর কর্মীরা।