হাঁসখালি ধর্ষণ কাণ্ডের পর আবার ধর্ষণ করে খুন

হাঁসখালি ধর্ষণ কাণ্ডের পর আবার ধর্ষণ করে খুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কাণ্ডের

হাঁসখালি ধর্ষণ কাণ্ডের পর আবার ধর্ষণ করে খুন।  অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ। পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার পুলিশের।

 

মৃত নাবালিকার দেহ ঘিরে নাবালিকার বাড়ি গাংনাপুর থানার অন্তর্গত ঘোলা এলাকায় ব্যাপক উত্তেজনা। অভিযোগের তীর শাসক দলের নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দিদির বাড়ি নদীয়ার ধানতলা থানার অন্তর্গত শংকরপুর এলাকায়। ঘটনার সূত্রপাত চড়ক মেলা উপলক্ষে পিসতুতো জামাইবাবু বাসুদেব সন্ন্যাসী নাবালিকা শালিকা মৌ মৈত্রকে বাড়ি থেকে নিয়ে যায় তার বাড়িতে।

 

প্রায় তিন দিন তার বাড়িতে ছিল বলেই অভিযোগ পরিবারের। গত বৃহস্পতিবার রাতে জামাইবাবুর বাড়ি থেকে ওই নাবালিকার পরিবারকে জানানো হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। অসুস্থ হয়ে পড়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর ওই নাবালিকার পরিবার তড়িঘড়ি হাসপাতালে যায় এবং জানতে পারে ওই নাবালিকার মৃত্যু হয়েছে ।

 

আর ও পড়ুন      ব্যাংকে জাল নথি দাখিল করে কোটি টাকার লোন!

 

ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের পর নাবালিকার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর নাবালিকার মৃতদেহ ঘিরে দীর্ঘক্ষন বিক্ষোভ গাংনাপুর থানার অন্তর্গত ঘোলা এলাকায়। রাতে ঘটনাস্থলে আসে গাংনাপুর থানা পুলিশ। গাংনাপুর থানার পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ করেন। পরিবারের তরফ থেকে দাবি করা হয় ধর্ষণ করে খুন করা হয়েছে।

 

পরিবারের তরফ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। পরিবারের তরফ থেকে আরও অভিযোগ অভিযুক্ত বাসুদেব সন্ন্যাসীর পরিবার শাসকদলের ঘনিষ্ঠ বলেই প্রশাসন ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করছে।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। এই ঘটনা নিয়ে মুকুটমণি অধিকারী মূলত বর্তমান রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন।

 

তিনি আরো জানালেন প্রশাসন নিষ্ক্রিয় আমরা হাঁসখালির ঘটনার পর এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি জানাবো। তিনি আরও জানালেন এই দরিদ্র পরিবারের উপর যে অন্যায় করা হয়েছে অন্যায় ভাবে একটি নাবালিকার প্রাণ কেড়ে নিয়েছে এই পরিবারের পাশে থেকে আমরা লড়াই করব। ওই নাবালিকার দেহ পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top