ভাইরাল – জয়ের আনন্দ কখনও সহজে আসে না — তার জন্য চাই লড়াই, চেষ্টার অদম্য মানসিকতা। আর এই কথা যেন বাস্তব করে দেখাল এক খুদে হস্তীশাবক। পিছলে পড়েও হাল না ছেড়ে, কাদায় ভর্তি একটি উঁচু জায়গা জয় করে সে প্রমাণ করল, জেদ থাকলে অসম্ভবও সম্ভব। আর সেই মুহূর্তেই শুঁড় তুলে, মাথা দুলিয়ে নাচ করে উদযাপন করল নিজের সাফল্য! এই অনন্য মুহূর্তের একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
‘Wildlife.report’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি পোস্ট করা এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি খুদে হাতি বারবার চেষ্টা করছে একটি কাদায় ঢাকা ঢিবির উপরে ওঠার। বাইরে থেকে দেখতে সাধারণ উঁচু জায়গা হলেও ছোট্ট হাতিটির কাছে সেটিই যেন পাহাড়সম চ্যালেঞ্জ। প্রথমে পা পিছলে বারবার নিচে পড়ে যাচ্ছে সে। তারপর বিরক্ত হয়ে একবার হাঁটু মুড়ে বসেও পড়ে।
তবে এখানেই থেমে থাকেনি সে। সামনের দুই পা ও মুখের ভর দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করে হাতির ছানা। বারবার ব্যর্থ হলেও হার মানেনি সে। একসময় সে জায়গা পরিবর্তন করে অন্য দিক দিয়ে ওঠার চেষ্টা করে — এবং অবশেষে পৌঁছে যায় শীর্ষে! সেখানেই শুরু হয় জয় উদযাপন — শুঁড় নেড়ে, মাথা দুলিয়ে খুশিতে নাচ করে ছোট্ট হাতিটি। শেষপর্যন্ত সে আবার নিচে নেমে পড়লেও, তার ঐ জয়ের মুহূর্ত মুগ্ধ করেছে নেটিজেনদের।
