১৮ মার্চ, কানপুরে একটি ইভেন্টে অংশগ্রহণ করতে গিয়ে শ্রীলতাহানির শিকার হল অসমের একটি মডেল।১৫ মার্চ থেকে শুরু হয় সেই ইভেন্ট।ইভেন্টে উপস্থিত থাকার জন্য বলা হয় ২৪ বছরের ওই মডেলকে।গত ১৩ মার্চ ইভেন্টের জন্য কানপুর পৌঁছান ওই তরুণী।১৫ মার্চ অনুষ্ঠান শেষে গাড়িতে করে সমীর আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাংলোতে নিয়ে যান অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী।সেখানেই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়, এমন অভিযোগ তোলেন ওই মডেল।
জানা যায়, কানপুরে পুলিশ কমিশনারের বাংলোর কাছেই এই বাংলো।তরুণীর অভিযোগ, তিনি বাংলোতে ঢোকার পর গেট বন্ধ করে দেওয়া হয়। বাংলোতে আরও ৫জন উপস্থিত ছিলেন, তাদের সামনেই আগরওয়াল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে।তিনি বাধা দিলে তাঁকে মারধরও করা হয়।এই অবস্থায় কোনওক্রমে চিত্কার করতে করতে তিনি বাংলো থেকে অসংলগ্ন পোশাকেই বেরিয়ে আসেন রাস্তায়।চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ আসলে পুরো ঘটনাটি খুলে বলেন তরুণী।এদিকে পরিস্থিতির বেগতিক দেখে চম্পট দেয় অমিত আগরওয়াল।পুলিশ বাকি ৪জনকে আটক করে।মূল অভিযুক্তের তল্লাশি চালাচ্ছে পুলিশ।