কানপুর, ১০ জুলাই : বলিউড ছবির চিত্রনাট্য যেন একেবারে মিলে যায় কুখ্যাত বিকাশ দুবের পুলিশ গ্রেফতারির ঘটনা। আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার সময় গাড়ি দুর্ঘটনা আর তারপরই পলাতক আসামি, এবং পুলিশ এনকাউন্টারেই খতম।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে। যে গাড়িটিতে করে তাকে উজ্জয়িনী থেকে কানপুরে নিয়ে আসা হচ্ছিল সেই গাড়িটি পথে হঠাৎই উল্টে যায়। সেখানেই একজন পুলিস কর্মীর পিস্তল ছিনিয়ে নিয়ে পালাতেও চেষ্টা করে সে। পুলিশ প্রথমে তাকে আত্মসমপর্ণ করতে বলে। কিন্তু বিকাশ গুলি ছুঁড়তে থাকে বলে জানিয়েছে কানপুর পুলিশ। তাকে বাধা দিতেই পুলিশকে গুলি চালাতে হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে গুলিবিদ্ধ হয়েই মৃত্যু না অন্য কোনও কারণে মূত্যু তা এখনও পরিষ্কার নয়। পাশাপাশি এই ঘটনায় জখম হয়েছেন ৪ জন পুলিসকর্মীও।