কানাডায় ফের কপিল শর্মার ক্যাফেতে গুলি, খলিস্তানি জঙ্গিদের হুমকি

কানাডায় ফের কপিল শর্মার ক্যাফেতে গুলি, খলিস্তানি জঙ্গিদের হুমকি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বলিউড – খলিস্তানি জঙ্গিদের নিশানায় লাগাতার থাকছেন কৌতুকাভিনেতা কপিল শর্মা। কানাডার সারে শহরে তাঁর মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে বৃহস্পতিবার ফের এলোপাথাড়ি গুলিচালনার ঘটনা ঘটল। গুলির সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা পরপর প্রায় ২৫ রাউন্ড গুলি চালায় ক্যাফেটিকে লক্ষ্য করে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও উদ্বেগের আবহ তৈরি হয়েছে কপিল শর্মা ও তাঁর পরিবারে। গত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার তাঁর ক্যাফেতে গুলি চলার ঘটনা ঘটল।

তদন্তে উঠে এসেছে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো, যিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-তে হামলার সময় গুলি চালানোর পাশাপাশি কণ্ঠস্বর শোনা যায়, যেখানে কপিল শর্মাকে হুমকি দিয়ে বলা হয়েছে— ‘‘আমরা ওকে ফোন করেছিলাম, সাড়া না মেলায় ব্যবস্থা নিতে হয়েছে। এবার মুম্বইতে ব্যবস্থা নেওয়া হবে।’’

গত ৯ জুলাইও একই ক্যাফেতে এমনই হামলা হয়েছিল। সেই ঘটনার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। এবার গোল্ডি ধিঁলো গ্যাং-এর নামে ফের কপিল শর্মার ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ায় আতঙ্ক বেড়েছে বহুগুণে।

মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিনেতা কপিল শর্মার নিরাপত্তা নিয়ে এখন বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কারণ, হামলার হুমকি এবার সরাসরি মুম্বই পর্যন্ত পৌঁছেছে। কানাডার এই ক্যাফে মূলত কপিল শর্মার স্ত্রী পরিচালনা করেন, কারণ কপিল নিজে তাঁর অভিনয় ও টিভি শো নিয়েই ব্যস্ত থাকেন।

পঞ্জাবি সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় ‘ক্যাপস ক্যাফে’ খোলেন কপিল শর্মা। তবে সম্প্রতি তা টার্গেট হয়ে উঠেছে খলিস্তানি গ্যাংদের কাছে। এক মাসে দু’বার গুলি চলার ঘটনায় ক্যাফের নিরাপত্তা ঘিরে দানা বাঁধছে নতুন করে শঙ্কা। অভিনেতা এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও, সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top