নিজস্ব সংবাদদাতা,কান্দি, ১৮ই জুন :কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন যুবক ।
গতকাল গভীর রাতে কান্দি থানার উদয়চাঁদপুর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ তিন যুবক কে গ্রেফতার করল কান্দি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে গত রাতে উদয়চাঁদপুর এলাকায় তিনজন যুবককে সন্দেহ জনক ভাবে ঘুড়তে দেখে সন্দেহ হয়। দেখে সন্দেহ জনক মনে হওয়ায় তাদের কে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ানসাটার এক রাউন্ড গুলি, একটি মোটরবাইক ও একটি অটো বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হল কালিমুদ্দিন সেখ কান্দি থানার লক্ষীনারায়ন পুর নবান সেখ ও সেরিফুল সেখ এরা দুজনেই উদয়চাঁদপুর এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে 399/402,ipc ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতদের কান্দি মহকুমা আদালতের এসিজেএম সুস্মিতা মুখার্জীর এজলাসে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন।
কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন যুবক
কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন যুবক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram