নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২৪ শে মে :দিনে দুপুরে জনহহুল এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কান্দি দোহালিয়া কালিবাড়ি মোড়ের কাছে। স্ত্রীর সঙ্গে পরকিয়ার জেরেই এই ঘটনা বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহত রামপুরহাটের বাসিন্দা উপেন্দু পাসয়ান নামের ওই যুবককে পুলিশ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি অভিযুক্ত রঞ্জিত হালদারের খোঁজে তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিশ।
জানাগিয়েছে, দীর্ঘ দিন থেকেই উপেন্দ্রের সাথে রঞ্জিত হালদারের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সাম্প্রতিক উপেন্দ্র রঞ্জিতের স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। এদিন সকালে উপেন্দ্রকে এলাকায় দেখতে পেয়ে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রঞ্জিত। হাসুয়ার একাধিক আঘাতে গুরুতর যখম উপেন্দ্র। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তের তল্লাশি শুরু করেছে।