নিজস্ব সংবাদদাতা,কান্দি, ১৯ শে জুন :বিষ দিয়ে ন’টি কুকুর কে মেরে ফেলার চেষ্টা। মৃত্যু হল পাঁচ সারমেয়র। কান্দি থানায় অভিযোগ দায়ের
কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে ছাগল মারা গিয়েছে। প্রতিশোধ নিতে গ্রামের ন’টি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটছে কান্দি থানার বোলতুলি গ্রামে। এদিন রাত দশটা নাগাদ গ্রামের শিব মন্দিরের সামনে দুটো কুকুরকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে গ্রামের মানুষ। আসপাশ এলাকায় আরও কয়েকটি কুকুর অসুস্থ অবস্থায় পরে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত মোট পাঁচটা কুকুরে মৃত্যু হয়। গ্রামের মানুষ অসুস্থ কুকুর গুলির চিকিৎসার চেষ্টার পাশাপাশি কান্দি থানায় অভিযোগ দায়ের করে। গ্রামবাসীরা ক্ষোভের সাথে জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে গ্রামের সুব্রত পালের একটি ছাগলকে পাড়ার একটি কুকুরে কামড়ালে জলাতঙ্কে ছাগটি মারা যায়। সেই রাগের কারণে গ্রামের একাধিক কুকুরকে চপের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে। বিষ ক্রিয়ায় একের পর এক কুকুরের মৃত্যু হয়েছে। পুলিশে অভিযোগের পাশাপাশি দোষীর কঠর শাস্তির দাবি তুলেছে গ্রামের মানুষ সহ এলাকার পশুপ্রেমী মানুষজন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিশ।
কান্দিতে বিষ দিয়ে ন’টি কুকুর কে মেরে ফেলার চেষ্টা। মৃত্যু হল পাচঁটির
কান্দিতে বিষ দিয়ে ন’টি কুকুর কে মেরে ফেলার চেষ্টা। মৃত্যু হল পাচঁটির
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram