নিজস্ব সংবাদদাতা,কান্দি,২৬ শে মে :কান্দিতে মাঠ থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ভান্ডেরা গ্রামের মাঠ থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল কান্দি থানার পুলিশ। মৃতার নাম পম্পা ঘোষ (৩৮) । পরিবারের সুত্রে জানা যায় গতকাল রাত্রি ৯থেকে নিখোঁজ ছিল পম্পা ঘোষ। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করে। কয়েক ঘন্টা পেরেনোর পর রাত্রি ১টা নাগাদ ভান্ডেরা সন্যাসি তলার মাঠে, যা প্রায় বাড়ি থেকে ৫০০মিটার দূরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ।
পরিবারের পক্ষ থেকে কান্দি থানার পুলিশ কে খবর দেওয়া হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল ও হাতের ভাঙা চুরি উদ্ধার করেছে পুলিশ। মৃতার শরীরে রক্তের ছোপ ও দেখা গেছে। পরিবারের পক্ষ থেকে কান্দি থানায় লিখতে অভিযোগ করেছেন মিলন কুমার ঘোষের নামে এক ব্যক্তির নামে। পরিবার অভিযোগ খুন করে মাঠে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী স্বজল ঘোষকে আটক করা হয়েছে। মৃতের ছেলে চন্দ্রকান্ত ঘোষ অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মিলনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পম্পার। সেই থেকেই এই ঘটনা।