কান্দি থেকে দীঘা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চালক সহ ৫জন তৃনমূল নেতার । এরা সকলেই কান্দি মহকুমার বাসিন্দা। বুধবার সকাল ৬টা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কে দিঘার পথে কাঁথির মারিশদায় যাত্রীবাহী বাস ও পর্যটকদের বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬জনের।
মৃতরা হলেন দেব সাগর দে, হায়দার আলি, কালা হাজি ,সমর মন্ডল এবং অসিত দাস এবং প্রদীপ দাস । পুলিস সূত্রে খবর, বুধবার সকাল ৬টা নাগাদ দিঘাগামী বোলেরোর সঙ্গে উল্টোদিক থেকে আসা হাওড়াগামী একটি বেসরকারী বাসের মুখোমুখি ধাক্কা লাগে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বোলেরোর সওয়ার চালক সহ ৫ জনের।মারিশদা ও লোকাল বোর্ডের মাঝামাঝি জায়গায় ফাঁকা রাস্তায় ঘটেছে দুর্ঘটনাটি। অসিত দাস নামের একজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে মৃত্যু হয় তাঁরও ।সেই সঙ্গে বাসের আহত যাত্রীদেরও উদ্ধার করা হয়েছে। বাসের আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তবে বাসের আহত যাত্রীদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । মারিশদা থানার পুলিস ক্রেন নিয়ে গিয়ে দুটি গাড়িকেই ইতি মধ্যে সরিয়ে ফেলেছে । ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাসটিকে আটক করেছে মারিজদা থানার পুলিশ।