নিজস্ব সংবাদদাতা,কান্দি, ৪ঠা ডিসেম্বর : মঙ্গলবার বিভিন্ন দাবীতে এক দিনের বন্ধ পালন করল কান্দি প্রধান ডাকঘর বন্ধ করল ডাক কর্মচারী সংগঠনভারতীয় পোস্টাল এমপ্লয়িজ এ্যসোসিয়েসান ।
মূলত ৪২ দফা দাবিতে এই এক দিনের জন্য ডাকঘর বন্ধ পালন করে সংগঠনের সদস্যরা। এদিন সকালে ডাক কর্মীরা এলেও ডাকঘর খোলা হয় নি ডাক ঘড়ের সামনে দাঁড়িয়ে বন্ধ পালন করে ডাক কর্মচারী সংগঠন ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ এ্যসোসিয়েসান সদস্যরা ।সংগঠনের তরফে জানানো হয়েছে মূলত জিডিএস দের পে কমিশন সংক্রান্ত, কমলেশ চন্দ্র রিপোর্ট জমা পড়ার পর ও সরকারের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি , এছাড়াও বিভিন্ন দাবিতে তারা এই কর্মসুচী নিয়েছেন । সরকার যদি দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরো বড়ো আন্দোলনের পথ বেছে নেওয়া হবে বলে জানান সংগঠনের সদস্যরা
কান্দি প্রধান ডাকঘর বন্ধ করল ডাক কর্মীরা
কান্দি প্রধান ডাকঘর বন্ধ করল ডাক কর্মীরা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram