শনিবার মুর্শিদাবাদের কান্দি হেড পোস্ট অফিসের এটিএম ভাঙ্গার অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে। কান্দি হেড পোস্ট অফিসের সামনে রয়েছে পোস্ট অফিসের এটিএম।শনিবার অফিসে আসার সময় এটিএম এর কিছু অংশ ভাঙা দেখে সন্দেহ হয় ভেতরে যেতেই দেখা যায় গোটা এটিএম এর ভিতরে বালি পাথর ছেটানো ভাঙার চেষ্টা ও করা হয়েছে বলে অভিযোগ পোস্ট মাস্টারের। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই ঘটনার জেরে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পোস্ট অফিসের পোস্ট মাস্টার মধুসূদন মজুমদার বলেন আমাদের এই এটিএম এ সব সময় টাকা পাওয়া যায় অনান্য এটিএম এর মত অকেজো থাকে না। আমি থানায় অভিযোগ দায়ের করছি। পুলিশ তদন্ত করুক এর সাথে করা জড়িত রয়েছে ।