কান্সার আক্রান্ত পরিবার কে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন থানার বড়বাবু । কান্সার আক্রান্ত অসহায় পরিবার গৃহবধূর চিকিৎসার জন্য, সাহায্যর হাত বাড়িয়ে দিলেন থানার বড়বাবু।
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়ার বাসিন্দা জাহানারা বিবি কে । ক্যান্সারে আক্রান্তের পরিবারের পাসে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটি ক্লাব ও । জানা গিয়েছে মেরিলবন ক্লাবের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। মেরিলবন ক্লাবের সদস্য ইব্রান সেখ ও রমি মোমিন ক্লাবের সদস্যরা সেই মত সামশেরগঞ্জ থানার ওসি বিজেন রায় কে ব্যাপারটা জানান।
তারপরেই জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ড. ভোলানাথ পান্ডের নির্দেশে সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায় ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগিতা করেন। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খাপারা গ্রামের জাহানারা বিবি ক্যান্সার আক্রান্ত। প্রায় সাত মাস থেকে অসুস্থ আছেন। ক্যান্সার আক্রান্ত রোগী জাহানারা বিবিকে শুক্রবার সকালে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে নিয়ে যাবে শুনে রাতেই ছুটে আসেন শামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়।
ক্যান্সার আক্রান্ত জাহানারা বিবি ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। এবং আর্থিক সহযোগিতা করেন। ক্যান্সার রোগী সুস্থ না হওয়া পর্যন্ত তিনি ক্যান্সার রোগীকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিলেন।
এদিকে অসহায় পরিবারের জন্য সকলের সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থ্যানিয় বাসিন্দারা।তিন মেয়ে ও এক ছেলে নিয়ে অসহায়ত্বের দিন কাটাচ্ছে পরিবার। তাই সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- ডিজে বক্স বাজানো বন্ধে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের কড়া নির্দেশ
উল্লেখ্য, কান্সার আক্রান্ত অসহায় পরিবার গৃহবধূর চিকিৎসার জন্য, সাহায্যর হাত বাড়িয়ে দিলেন থানার বড়বাবু।
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়ার বাসিন্দা জাহানারা বিবি কে । ক্যান্সারে আক্রান্তের পরিবারের পাসে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটি ক্লাব ও । জানা গিয়েছে মেরিলবন ক্লাবের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। মেরিলবন ক্লাবের সদস্য ইব্রান সেখ ও রমি মোমিন ক্লাবের সদস্যরা সেই মত সামশেরগঞ্জ থানার ওসি বিজেন রায় কে ব্যাপারটা জানান।