বিনোদন – গত কয়েক বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পোশাকের খোলামেলা ধারা অনেকটাই বেড়ে গিয়েছিল। অনেক নামী তারকাই এমন পোশাকে হাজির হচ্ছিলেন, যা দেখতে দৃষ্টিনন্দন হলেও, শরীর এতটা উন্মুক্ত থাকত যে তা বিতর্কের জন্ম দিত। এবার আয়োজকরা সেই বিতর্কে লাগাম টানতেই রেড কার্পেটের পোশাকবিধিতে নতুন নিয়ম আনলেন।
এই নতুন নিয়ম নিয়ে সিনেমাপ্রেমীদের একাংশ বেশ অসন্তুষ্ট। সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, “কান তো শিল্পীদের স্বাধীন মত প্রকাশের জায়গা। সেখানে এমন পোশাকবিধি চাপিয়ে দেওয়া শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ।”এবারের নিয়মে শুধু খোলামেলা পোশাক নয়, নিষিদ্ধ করা হয়েছে লং ট্রেন ড্রেসও। যদিও অতীতে বহু অভিনেত্রী এই ধরনের পোশাকে রেড কার্পেটে নজর কেড়েছেন, আয়োজকদের মতে, অনুষ্ঠানে বসার সময় এসব পোশাকে অসুবিধা হতে পারে। পাশের অতিথির জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ড্রেসকোডে এবার সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে।পাশাপাশি, রেড কার্পেটে কোনওভাবেই টোট ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে প্রবেশ করা যাবে না, সে কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।গত বছর পায়েল কাপাডিয়ার ছবির মাধ্যমে কানে ভারতীয় সিনেমা দারুণ সাড়া ফেলেছিল। এবারে নজর থাকবে ঐশ্বর্য রাই বচ্চন এবং আলিয়া ভাটের উপর। যদিও তাঁরা কোনও ছবির প্রচারে নয়, বিশেষ সংস্থার প্রতিনিধি হিসেবে রেড কার্পেটে হাঁটবেন। আলিয়ার কানে প্রথমবার উপস্থিতি যে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি করবে, তা আন্দাজ করাই যায়।
