নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৬ই জুন :বুধবার কলকাতার মানিকতলায় চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় মৃতের বাড়ি হুগলির আদি সপ্তগ্রাম এর রায় পাড়ায়। মগরা থানার রায় পাড়ায় প্রায় দুই দশক ধরে রয়েছেন কাপড় ব্যবসায়ী রতন কর্মকার(৫০)। প্রথমদিকে এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকলেও দেড় দশক আগে তিনি ওই এলাকাতেই জায়গা কিনে টালির চালের বাড়ি করেন। রতন বাবুর দুই মেয়ে। দুজনেরই বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে দিল্লীতে থাকেন। ছোট মেয়ে স্বামীকে নিয়ে বাপের বাড়িতেই থাকেন। গতকাল সন্ধ্যায় টিভি দেখে পারেন রতন বাবুর সঙ্গে কি ঘটেছে। আজ ভোরেই ছোট মেয়ে ও জামাই মানিক তলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেন। এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে রতন বাবুর। স্থানীয় বাসিন্দারা ফোন ধরে রতন বাবুকে পিটিয়ে মারা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সকলেই হতভম্ব।
কাপড় ব্যবসায়ীকে চোর সন্দেহে পিটিয়ে খুন
কাপড় ব্যবসায়ীকে চোর সন্দেহে পিটিয়ে খুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram