অভিনেত্রী কারিনা কাপুর কত টাকার মালিক, জানেন?

অভিনেত্রী কারিনা কাপুর কত টাকার মালিক, জানেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কাপুর

অভিনেত্রী  কারিনা কাপুর কত টাকার মালিক, জানেন? সূত্রের খবর অনুযায়ী, কারিনার অ্যাকাউন্টে জমা আছে ৬২ মিলিয়ন মার্কিন ডলার।   হঠাৎ বলিউডের কারিনার ব্যাংক হিসাব আপনাকে মনে করিয়ে দেওয়ার কারণ, অভিনেত্রী সম্প্রতি টি-শার্ট পরে আলোচনায়। যেখানে বলি-অভিনেত্রীদের কোটি কোটি টাকার গাড়ি, লাখ টাকার জামা-কাপড়ের খবরে পাতা ভরছে  সংবাদমাধ্যমগুলো।

 

সে সব খবরের মাঝে বলিউড বাবল জানিয়েছে, কারিনার গায়ে একটি টি-শার্ট দেখা গেছে, দাম মাত্র ৮১৯ টাকা। এবার নিশ্চয়ই টি-শার্টের সঙ্গে কারিনার ব্যাংক হিসাবের সম্পর্ক মেলাতে পেরেছেন!   বলিউড বাবলের খবর, সম্প্রতি নিজের বাড়িতেই কালো রঙের পুমা টি-শার্টে দেখা গেছে কারিনা কাপুরকে।

 

আর ও  পড়ুন    প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশে কি কৌশল নিচ্ছে কংগ্রেস ?

 

চোখে সানগ্লাস, জিন্স আর কপির মগ হাতে কারিনাকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সেই ছবি থেকে টি-শার্টের দাম বের করেছে সংবাদমাধ্যমটি।  কারিনা কাপুরকে আগামীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে, যেখানে অভিনয় করছেন আমির খান, নাগা চৈতন্য ও মোনা সিং।

 

সম্প্রতি প্রকাশ হয়েছে মাতৃত্ব নিয়ে কারিনার লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’। নিজের বইকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন ‘তৃতীয় সন্তান’ হিসেবে। বইটিতে কারিনার দুবার মা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।

 

২০১৬ সালে সাইফ ও কারিনার কোলজুড়ে আসে প্রথম পুত্রসন্তান তৈমুর আলি খান। আর এ বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্রসন্তানের মা হন কারিনা। নাম রাখেন জে। দ্বিতীয় সন্তান জন্মের এক মাস পর কাজে ফেরেন কারিনা কাপুর খান। তাঁকে আগামীতে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে।

 

 

উল্লেখ্য,  কারিনার গায়ে একটি টি-শার্ট দেখা গেছে, দাম মাত্র ৮১৯ টাকা। এবার নিশ্চয়ই টি-শার্টের সঙ্গে কারিনার ব্যাংক হিসাবের সম্পর্ক মেলাতে পেরেছেন!   বলিউড বাবলের খবর, সম্প্রতি নিজের বাড়িতেই কালো রঙের পুমা টি-শার্টে দেখা গেছে কারিনা কাপুরকে।

 

চোখে সানগ্লাস, জিন্স আর কপির মগ হাতে কারিনাকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সেই ছবি থেকে টি-শার্টের দাম বের করেছে সংবাদমাধ্যমটি।  কারিনা কাপুরকে আগামীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে, যেখানে অভিনয় করছেন আমির খান, নাগা চৈতন্য ও মোনা সিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top