কাপড় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৮০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ। বুধবার রাতে মালদার কালিয়াচক থানার ভাগলপুর স্ট্যান্ড এলাকায় এক কাপড় ব্যবসায়ীর ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতীর দল। এরপর তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কাপড় ব্যবসায়ীর নাম পীযূষ কান্তি রবিদাস (৩৭)। তিনি কালিয়াচক থানার ভাগলপুর এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো এদিন রাতেও কালিয়াচক এলাকায় কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ভাগলপুর স্টান্ড এলাকায় তিন দুস্কৃতির খপ্পরে পড়ে যান ওই ব্যবসায়ী।
এরপর তাঁর ওপর তারা রীতিমতো হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর দিয়ে নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। এই হামলা এবং ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয় লোকজনেরা ওই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক সিলামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ঘটনায় আক্রান্ত ওই কাপড় ব্যবসায়ী কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আর ও পড়ুন অ্যাসিড আক্রান্ত নদীয়ার ব্যবসায়ী, ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত
উল্লেখ্য, এক কাপড় ব্যবসায়ীকে মারধর দিয়ে ৮০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ভাগলপুর স্ট্যান্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কাপড় ব্যবসায়ীর নাম পীযূষ কান্তি রবিদাস (৩৭)। তার বাড়ি কালিয়াচক থানার ভাগলপুর এলাকায় । এদিন রাতে কালিয়াচক এলাকায় কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ভাগলপুর স্টান্ড এলাকায় তিন দুস্কৃতির খপ্পরে পড়ে যান ওই ব্যবসায়ী। তাকে বেধড়ক মারধর দিয়ে নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ।
এই হামলা এবং ছিনতাইয়ের ঘটনার পর স্থানীয় লোকজনেরা ওই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক সিলামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ঘটনায় আক্রান্ত ওই কাপড় ব্যবসায়ী কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।