কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে রণক্ষেত্র, জখম দুপক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল কামারহাটি। ওইদিন রাতে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে মদ, জুয়া, সাট্টার ঠেকের প্রতিবাদে ঝাটা হাতে মিছিল করে প্রমীলাবাহিনী।
মহিলাদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, জুয়া, মদ ও সাট্টার ঠেকের প্রতিবাদে মহারানী লক্ষ্মীবাই মহিলা সংগঠন রাস্তায় নেমেছে। পোস্টারের নিচে লেখা মদন মিত্র জিন্দাবাদ। কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঝাঁটা হাতে প্রতিবাদে নামে স্থানীয় তৃণমূল নেত্রী নির্মলা রাই।
অভিযোগ, মিছিল চলাকালীন ২৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শুভঙ্কর সরকারের নেতৃত্বে একদল যুবক মিছিল আটকে নির্মলা রাই গো ব্যাক স্লোগান দিতে থাকে। তারপর ওরা মদ্যপ অবস্থায় হামলা চালায়। হামলার প্রতিরোধ করলে দু’পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপক্ষের গন্ডগোলের জেরে বেলঘড়িয়া ৪ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেত্রী নির্মলা রাই বলেন, এলাকায় মদ, জুয়া, সাট্টা ও গাঁজার ঠেকের প্রতিবাদে মহিলাদের নিয়ে মিছিল করা হয়েছিল।
আর ও পড়ুন ভয়াবহ বন্যায় ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১৮, আহত ২৮০ জন
কয়েকজন মদ্যপ অবস্থায় এসে তাদেরকে মারধোর করে। ওই মহিলা নেত্রীর গলার চেন ও হাতের বালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। যদিও শুভঙ্কর সরকার ও তার অনুগামীদের দাবি, মহিলা নেত্রী ১১ নম্বর ওয়ার্ডের। কিন্তু ২৯ নম্বর ওয়ার্ডে ঝামেলা পাকানোর জন্য মহিলাদের নিয়ে ঝাঁটা হাতে মিছিল করেছে। মিছিলের মহিলারাই তাদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে রণক্ষেত্র, জখম দুপক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে সোমবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল কামারহাটি। ওইদিন রাতে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে মদ, জুয়া, সাট্টার ঠেকের প্রতিবাদে ঝাটা হাতে মিছিল করে প্রমীলাবাহিনী। মহিলাদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, জুয়া, মদ ও সাট্টার ঠেকের প্রতিবাদে মহারানী লক্ষ্মীবাই মহিলা সংগঠন রাস্তায় নেমেছে। পোস্টারের নিচে লেখা মদন মিত্র জিন্দাবাদ। কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঝাঁটা হাতে প্রতিবাদে নামে স্থানীয় তৃণমূল নেত্রী নির্মলা রাই।