কামারহাটির ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের প্রাসাদ ভাঙার চার সপ্তাহের সময়সীমা দিল হাই কোর্ট

কামারহাটির ‘ত্রাস’ জয়ন্ত সিংয়ের প্রাসাদ ভাঙার চার সপ্তাহের সময়সীমা দিল হাই কোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – কলকাতা হাই কোর্ট কামারহাটির বিতর্কিত প্রাসাদোপম বাড়ি দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। শুক্রবার বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশে বলা হয়েছে, চার সপ্তাহের মধ্যে যেভাবেই হোক ওই বাড়িটি গুঁড়িয়ে ফেলতে হবে। আদালতের এই নির্দেশের পর পুরসভার তরফে জয়ন্ত সিংয়ের বাড়িতে ভাঙচুর সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, জয়ন্ত সিং একটি পুকুর ভরাট করে নিজ বাড়ি প্রাসাদোপমভাবে নির্মাণ করেছিলেন। ওই নির্মাণকাজের ফলে আশেপাশের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়া ও এলাকায় চলাচলে বিশ্রীতম অসুবিধা সৃষ্টি হয়েছিল। কিছু অংশে ডোবার জমি দখল করে বিল্ডিং বিস্তৃত করারও আভাস পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে পুরসভা তদন্ত শুরু করলে সত্যিই পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের তথ্য পাওয়া যায়।

পুরসভা বিষয়টি কলকাতা হাই কোর্টে তুলে ধরলে আদালত প্রথমেই অবৈধ নির্মাণ খতিয়ে দেখে সমস্যার স্থায়ী সমাধান করতে নির্দেশ দেয়। তবে ভাঙচুরের কাজ বাস্তবে আনতে গিয়ে আরেকটি সমস্যা দেখা দেয়—বাড়ির সামনে রাস্তা এতই সরু যে মেশিন ঢুকিয়ে ভাঙার কাজ করা যাচ্ছে না। এই প্রতিবন্ধকতার কথা জানিয়ে পুরসভা আবারও আদালতের দ্বারস্থ হয়। সেই মামলায় এবার বিচারপতি স্পষ্টভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন; চার সপ্তাহের মধ্যে যে কোনো উপায়ে—যথা-সম্ভব ব্যবস্থা গ্রহণ করে—বাড়িটি গুঁড়িয়ে ফেলতে হবে।

এখন পুরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পরিকল্পনা করে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধা ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। চার সপ্তাহের মধ্যে বাস্তবায়ন না হলে আদালত কঠোর ব্যবস্থা নিতে পারেন—এমন ইঙ্গিতও আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top