উত্তর ২৪পরগণা:- তৃণমূলের কার্যালয়ে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিভা মোড়ের শনিবার রাতের ঘটনা। অভিযোগ, মানস বর্ধন নামে এক কর্মীকে পার্টি অফিস থেকে টেনে বাইরে বের করার চেষ্টা করে দুষ্কৃতীরা। তখন কয়েকজন দলীয় কার্যালয়ে বসে গল্প করছিলেন। বাঁধা দিলে দুষ্কৃতীরা শুভ নামে একজনের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। এরপর দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয় মানস বর্ধন। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন বিধায়ক মদন মিত্র। তার অভিযোগ,পার্টির মধ্যে কিছু দালাল ঢুকিয়ে দিয়ে বিজেপি এসব কাজ করাচ্ছে। যদিও বিজেপির দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেটের ভাগ-বাটোয়া নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা। পুলিশ তদন্তে নেমে রফিক আলি, তন্ময় বোস, বিপ্র মন্ডল-সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে।