বেআইনি রং ও অ্যাসিড কারখানায় অভিযান চালিয়ে আটক এক

বেআইনি রং ও অ্যাসিড কারখানায় অভিযান চালিয়ে আটক এক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কারখানায়

বেআইনি রং ও অ্যাসিড কারখানায় অভিযান চালিয়ে আটক এক । বেআইনি রং ও অ্যাসিড কারখানায় উত্তর ২৪  পরগনা জেলা ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও দত্তপুকুর থানার যৌথ অভিযান। আটক ১।  আজ দুপুরে দত্তপুকুর থানা পশ্চিম নেতাজি পল্লী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় । সেখান থেকে বেশকিছু ভেজাল রং ও অ্যাসিড তৈরি সরঞ্জাম এর হদিস পায় আধিকারিকেরা ।

 

এরপরে কারখানার মালিককে জিজ্ঞাসা করে তার সঠিক নথিপত্র দেখতে চাইলে তা দেখাতে না পারায় অভিযুক্তকে আটক করে নিয়ে আসা হয় দত্তপুকুর থানায় । জেলা এনফর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে যেতেন অভিযুক্ত ত্রিদ্বীপ দেবনাথ ।

 

আর ও পড়ুন     কলকাতায় ফের বলপূর্বক পর্ণগ্রাফি শুটিং, অভিযোগ নিউটাউন থানায়

 

গোপন সূত্রে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে খবর ছিল তার পরবর্তী সময়ে আজ আজ দুপুরে দত্তপুকুর থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় আধিকারিকরা । সেখানে গিয়ে প্রায় ২০০ লিটার র অ্যাসিড বেশকিছু খালি বোতল ,লেভেল,এছাড়াও নামি কোম্পানির রং এর বোতল সহ রং তৈরি বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করে করে নিয়ে আসা হয় ।

 

যদিও  অভিযুক্তের পরিবারের সদস্যদের দাবি দীর্ঘদিন ধরে এই ব্যবসা তিনি করে আসছেন ,তার কাছে সমস্ত উপযুক্ত নথিপত্র রয়েছে সেখানে ভেজাল কিছু তৈরি হতো না অ্যাসিড কিনে এনে বিক্রি করতো এবং রং নিজে তৈরি করতে বলে দাবি করেন তারা । শুধুমাত্র পলিউশন এর কাগজপত্র না থাকায় তাকে আটক করে নিয়ে আসা হয়েছে । যদিও কোনটাই ভেজাল নয় বলে জানিয়েছেন অভিযুক্ত ।

 

উল্লেখ্য, বেআইনি রং ও অ্যাসিড কারখানায় অভিযান চালিয়ে আটক এক । বেআইনি রং ও অ্যাসিড কারখানায় উত্তর ২৪  পরগনা জেলা ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও দত্তপুকুর থানার যৌথ অভিযান। আটক ১।  আজ দুপুরে দত্তপুকুর থানা পশ্চিম নেতাজি পল্লী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ।

 

সেখান থেকে বেশকিছু ভেজাল রং ও অ্যাসিড তৈরি সরঞ্জাম এর হদিস পায় আধিকারিকেরা ।এরপরে কারখানার মালিককে জিজ্ঞাসা করে তার সঠিক নথিপত্র দেখতে চাইলে তা দেখাতে না পারায় অভিযুক্তকে আটক করে নিয়ে আসা হয় দত্তপুকুর থানায় । জেলা এনফর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে যেতেন অভিযুক্ত ত্রিদ্বীপ দেবনাথ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top