বেসরকারি কারখানায় ভয়াবহ দুর্ঘটনা,৩ জনের মৃত্যু, .আহত ১

বেসরকারি কারখানায় ভয়াবহ দুর্ঘটনা,৩ জনের মৃত্যু, .আহত ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কারখানায়

বেসরকারি কারখানায় ভয়াবহ দুর্ঘটনা. ৩জনের মৃত্যু, .আহত ১। মধ্য রাত্রে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মঙ্গলপুর এলাকার শ্যাম সেল কারখানায় ছাইয়ের ট্যাঙ্কি (শ্যালো) ভেঙে চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়।

 

জানা যায় উক্ত কারখানার পাওয়ার প্ল্যান্ট এর চাই দীর্ঘদিন ধরে জমা হত এক জায়গায়। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ছাই জমা হওয়া চৌবাচ্চা হটাৎ ই ভেঙে পড়ে। সেই মুহূর্তে কর্মরত শ্রমিক রা চাপা পড়ে যায়। মোট চারজনের চাপা পড়ার ঘটনা ঘটলেও একজনকে কে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয় এবং তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনের এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের মধ্যে দু জন বাঁকুড়ার বাসিন্দা এবং একজন পশ্চিম বর্ধমানের।

 

আর ও পড়ুন     পৃথিবীতে গ্রহানুর আঘাত ঠেকাতে কি করলো নাসা? জানুন

 

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে এলাকায়। আনা হয়েছে ডোজার। ছাই সরিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রয়েছে পুলিসব দমকল কর্মীরা। উদ্ধারকারী দল ও চেষ্টা চালাচ্ছে। কারখানার কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পাওয়ার প্ল্যান্ট এর ছাই জমা হাত এই জায়গায়। রক্ষণাবেক্ষণের অভাব ছিল। জল লেগে লেগে পিলার হালকা হয়ে গেছিল। হটাৎ ই ভেঙে পড়ায় দুর্ঘটনা। ঘটনার জন্য কর্তৃপক্ষের গাফিলতি কেই দায়ী করেছেন কর্মীরা।

 

উল্লেখ্য, বেসরকারি কারখানায় ভয়াবহ দুর্ঘটনা. ৩জনের মৃত্যু, .আহত ১। মধ্য রাত্রে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মঙ্গলপুর এলাকার শ্যাম সেল কারখানায় ছাইয়ের ট্যাঙ্কি (শ্যালো) ভেঙে চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যুর খবরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়। জানা যায় উক্ত কারখানার পাওয়ার প্ল্যান্ট এর চাই দীর্ঘদিন ধরে জমা হত এক জায়গায়। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ছাই জমা হওয়া চৌবাচ্চা হটাৎ ই ভেঙে পড়ে। সেই মুহূর্তে কর্মরত শ্রমিক রা চাপা পড়ে যায়।

 

মোট চারজনের চাপা পড়ার ঘটনা ঘটলেও একজনকে কে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয় এবং তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনের এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের মধ্যে দু জন বাঁকুড়ার বাসিন্দা এবং একজন পশ্চিম বর্ধমানের।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে এলাকায়। আনা হয়েছে ডোজার। ছাই সরিয়ে উদ্ধারের চেষ্টা চলছে।

 

রয়েছে পুলিসব দমকল কর্মীরা। উদ্ধারকারী দল ও চেষ্টা চালাচ্ছে। কারখানার কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পাওয়ার প্ল্যান্ট এর ছাই জমা হাত এই জায়গায়। রক্ষণাবেক্ষণের অভাব ছিল। জল লেগে লেগে পিলার হালকা হয়ে গেছিল। হটাৎ ই ভেঙে পড়ায় দুর্ঘটনা। ঘটনার জন্য কর্তৃপক্ষের গাফিলতি কেই দায়ী করেছেন কর্মীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top