নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৫ ই আগস্ট :ইলেক্ট্রো স্টিল কাস্টিং প্রাইভেট লিমিটেডের কর্মী রবি শর্মা (৩৪)। অন্যান দিনের মতো গতকাল রাত্রের ডিউটিতে আসেন তিনি। কারখানায় আসে কর্মরত অবস্থায় তার শারীরিক অসুস্থতা হয় এরপর তাকে ই এস আই হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আজ রবি শর্মার মৃতদেহ কারখানায় নিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকে তার সহকর্মীরা।
অভিযোগ কাজ করার সময় যেধরনের সেফটি ও সিকিউরিটি প্রয়োজন সেটা কোম্পানি দেয় না। গত তিন মাসে এ কিভাবে আরো দুজন সহকর্মীর মৃত্যু হয়েছে বলে জানায়। সেফটি এন্ড সিকিউরিটি অভাবেই এই সহকর্মীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ অন্যান্য শ্রমিকদের। রবি শর্মার মৃতদেহ কারখানায় ভেতরে আটকে রেখে গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা। শ্রমিকরা জানায় তাদের দাবি না মানা হলে এইভাবে আন্দোলন চালিয়ে যাবে।