কারফিউকে বুড়ো আঙুল দেখিয়ে উৎসবে মাতলেন বারাসতবাসী

কারফিউকে বুড়ো আঙুল দেখিয়ে উৎসবে মাতলেন বারাসতবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ, মানুষ সচেতন নয়, সরকার যতই চেষ্টা করুক সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র হেলদোল নেই, তেমনই ছবি ধরা পড়ল বারাসাত হাটখোলা বাজারে।প্রধানমন্ত্রীর ঘোষণা জনতা কারফিউকে বুড়ো আঙুল দেখিয়ে এক উৎসব পালনে ব্যাস্ত বারাসাত শহরের কিছু মানুষ।বারাসাত শহরে যেখানে স্টেশন, ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়ক সহ গোটা এলাকা জনশূন্য।সেখানে বারাসাত হাটখোলা বাজারে ৪০ টাকা পিস গোটা মুরগী কিনতে উপচে পরা ভিড়।যদিও সেই গোটা মুরগী পরে ৮০ টাকায় দাড়িয়েছে।

করোনাভাইরাস রুখতে গোটা পৃথিবী থেকে চিকিৎসক দের পরামর্শ, একসাথে মানুষের জমায়েত করা যাবে না।আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ সর্বদা,তবু্ও কেন হোশ ফিরলো না বারাসাতের এই মানুষগুলো।জনতা কারফিউ মানে এই মানুষগুলো বুঝলো একটা উৎসব, একটা পিকনিক মুখরিত দিন।তাদের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা লক্ষ্য করা গেল না।প্রশাসনের দিক থেকেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা হল না।এই ছবি যদি জনতা কারফিউ এর গোটা এলাকা হয়, তাহলে সামনে কঠিন দিন আসছে দেশ জুড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top