কার্টোস্যাট-থ্রি’র পর দ্বিতীয় ‘স্পাই স্যাটেলাইট’ পাঠাতে চলেছে ইসরো

কার্টোস্যাট-থ্রি’র পর দ্বিতীয় ‘স্পাই স্যাটেলাইট’ পাঠাতে চলেছে ইসরো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০ ডিসেম্বর, পরপর ঐতিহাসিক দিনের সাক্ষী গড়ে তুলছেন ইসরোর বিজ্ঞানীরা।কার্টোস্যাট-থ্রি’র পর দ্বিতীয় ‘স্পাই স্যাটেলাইট’ Risat-2BR1 পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জানা গিয়েছে, ১১ ডিসেম্বর বুধবার, মহাকাশে পাড়ি দেবে এই দ্বিতীয় ‘গুপ্তচর উপগ্রহ’টি। যার পুরো নাম ‘র‌াডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট’ (সংক্ষেপে, রিস্যাট-২ বিআরআই১)। দ্বিতীয় এই স্পাই স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগ, উদ্ধারকার্য ছাড়াও ইসরোকে নজরদারিতে সাহায্য করবে।৫৭৬ কিলোমিটার দূরের পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইটিকে প্রতিস্থাপন করবে।

ইসরোর সূত্রে জানা গিয়েছে, ইসরোর Risat-2BR1 এর সঙ্গে আরও ৯টি বাণিজ্যিক স্যাটেলাইট যাবে।জানা গিয়েছে, ইসরোর মাধ্যমে ইতালি পাঠাচ্ছে তায়ভাক-০০৯২ স্যাটেলাইট,যা তল্লাশি ও উদ্ধারকাজে সাহায্য করবে স্যাটেলাইটটি। সাথে জাপানের স্যাটেলাইট QPS-SAR, যেটি রাডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট। জানা গিয়েছে, বুধবার বিকেল ৩-২৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV-C48) রকেটের মাধ্যমে Risat-2BR1 কৃত্রিম উপগ্রহটি পাঠানো হবে।স্যাটেলাইটটির ওজন ৬২৮ কেজি, আয়ু প্রায় ৫ বছর।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top