নিজস্ব সংবাদদাতা, বাসন্তী, ১৯ নভেম্বর, বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়া নিয়ে বচসা। আর সেই বচসার জেরে এক ব্যক্তিকে গাছের সাথে বেঁধে পিটিয়ে ও গালে বিষ ঢেলে মারলো কয়েকজন প্রতিবেশী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা ৯ নম্বর কুমড়াখালী গ্রামে। মৃত ব্যক্তি, ফনি সাপুই (বয়স ৪৮)।
ঘটনার সূত্রে, বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে যায় কয়েকজন প্রতিবেশী, যুবক ফনি সাপুই তার প্রতিবাদ করলে, গাছের সাথে বেঁধে এবং গালে বিষ ঢেলে মদ্যপ কয়েকজন প্রতিবেশী যুবক। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। ক্যানিং হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই এর পর আজ মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হল। ক্যানিং আইসিইউ চিকিৎসা চলাকালীন আজ মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ।