
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৫ ই অক্টোবর:গত ১১ অক্টোবর রেড রোডে কার্নিভালের আয়োজন করেছিল রাজ্য সরকার। তাতে দেখা যায়, মূল মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সরকারি আমলা থেকে শুরু করে সিরিয়ালের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পর্যন্ত রয়েছেন। কিন্তু রাজ্যপালের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে একটি পৃথক মঞ্চে। সেখানে বিদেশি অতিথিরাও ছিলেন।রাজ্যপাল মঙ্গলবার বলেন, রাজ্যের প্রথম নাগরিককে যে ভাবে আলাদা করে বসিয়ে কোণঠাসা করা হয় তা দুঃখজনক শুধু নয়, লজ্জাজনকও বটে। তাঁর কথায়, “রাজ্যপালকে এমন জায়গায় বসতে দেওয়া হয়েছিল যে কার্নিভালের অনুষ্ঠানই তিনি দেখতে পারেননি। সামনে কুড়ি বাইশ জন লোক ব্লক করে বসেছিলেন। আমাকে অনেক বার আসন বদলাতে হয় ভাল করে অনুষ্ঠানটি দেখার জন্য”। এ কথা বলেই, রাজ্যপাল প্রশ্ন করেন, “এটা কী সৌজন্য? রাজ্যপালের পদ হল সাংবিধানিক পদ। পদেরই মাহাত্ম্য, ব্যক্তি সেখানে বড় নয়। তাঁর সঙ্গে কি এমন আচরণ করা যায়?”নবান্নের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন জগদীপ ধনকড়। তাঁর অভিযোগ, রেড রোডে দুর্গা-কার্নিভালের মঞ্চে ডেকে তাঁকে অপমান করা হয়েছে। বাংলায় কার্যত গণতন্ত্রের কালো অধ্যায় চলছে।



















