
নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ১৬ ই জানুয়ারী : কার্যত শীত বিদায়ের প্রস্তুতি। দিনের বেলা উধাও হবে শীত লাগবে গরম। সকাল আর সন্ধ্যেতে হালকা শীতের আমেজ। উত্তরবঙ্গে বৃষ্টি। চলবে রবিবার পর্যন্ত। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ বৃষ্টি। শুক্র-শনিবার বৃষ্টি।রবিবার বৃষ্টির দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া পুরুলিয়া ২ বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা। খুবই হালকা বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গে।আগামী কয়েকদিন বাড়বে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা কি থাকার সম্ভাবনা।



















