কালনা মহকুমায় তাঁতিদের জন্য তৈরি হবে মেগা ক্লাস্টার

কালনা মহকুমায় তাঁতিদের জন্য তৈরি হবে মেগা ক্লাস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কালনা

কালনা মহকুমায় তাঁতিদের জন্য তৈরি হবে মেগা ক্লাস্টার । বাম আমলে তাঁতিদের নাভিশ্বাস উঠে ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তাঁতিদের মুখে হাসি ফুটেছে। তাঁত শ্রী থেকে শুরু করে একাধিক উন্নয়নমুখী কাজ হয়েছে এই সরকারের আমলে। তাই লাভবান হয়েছে তন্তুজ। তৈরি হয়েছে কালনা মহকুমা দুটি সরকারি আরবান তাঁত হাট।

 

এলাকার তাঁতিদের জন্য আরো কি কি উন্নয়নমুখী কাজ করা যায় সেই সব নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ জানিয়েছেন যে ধাত্রীগ্রাম সরকারি আরবান তাদের হাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার শ্রমিকদের নিয়ে এবং তাঁতিদের উন্নয়নে। এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, হ্যান্ডলুম অফিসার পলাশ পাল, মহকুমা শাসক সুরেশ কুমার জগত, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ একাধিক সরকারি এবং জনপ্রতিনিধি।

 

আর ও পড়ুন     ভারতে ধনীরা আরও ধনী এবং গরীবরা কেন আরও গরীব হচ্ছে ? কি বলছেন বিশেষজ্ঞরা?

 

মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে একটি বড় ধরনের মেঘা ক্লাস্টার তৈরি করা হবে। এই মেঘা প্লাস্টারে থাকবেন ১০হাজার তাঁতি শ্রমিক। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার সাতটি ব্লক এ লেভেল ক্লাস্টার তৈরি করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে এখানে। সরকারের আমলে তন্তুজ ও লাভের মুখ দেখেছে। প্রতি বছর পুজোর সময় শাড়ি কেনা হয় এই প্রক্রিয়ায় এ বছর হবে। এছাড়াও স্কুলের পোশাক তৈরির জন্য যে কাপড় লাগে সেসব এখান থেকে কেনা হবে তাঁতিরা লাভবান হবেন।

 

মন্ত্রী স্বপন দেবনাথ আরো জানিয়েছেন যে ধাত্রীগ্রাম আরবান তাতহাটের চারপাশে ভেষজ উদ্যান তৈরি করা হবে। তিনি জেলা শাসকের কাছে আবেদন জানান যে তিনি দ্রুত উদ্যানপালন দপ্তরের আধিকারিকের সাথে কথা বলুন এবং দ্রুত যাতে উদ্যানপালন এর সহযোগিতায় ভেষজ উদ্যান তৈরি করা যায় তার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করতে হবে। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন যে উদ্যানপালন এর আধিকারিকদের সাথে কথা বলবেন এবং দ্রুত উদ্যানপালন তৈরি করার প্রক্রিয়া শুরু করা যেতে পারে তিনি আশ্বাস দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top