পূর্ব বর্ধমান – পূর্ব বর্ধমানের কালনা থানার বৈদ্যপুর রথতলা এলাকায় শুক্রবার দুপুরে ঘটে গেল রক্ত জমে যাওয়া এক ঘটনা। একটি চারচাকা গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগার পর, উত্তেজনার জেরে ছুরি চালানো হয় গাড়ির চালকের গলায়। গুরুতর জখম হন তাপস হেমব্রম নামে ওই ব্যক্তি। ঘটনাস্থলেই ছিলেন তাঁর মেয়ে আদিতি হেমব্রম, যিনি চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সেদিন দুপুরে তাপস হেমব্রম নিজের মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। বৈদ্যপুর রথতলার কাছে আচমকাই একটি বাইক এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। এরপর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই বাইকে থাকা আকাশ ক্ষেত্রপাল নামে এক যুবক ধারালো ছুরি বের করে তাপসের গলায় আঘাত করে বসে। রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার শুরু করলে পরিবার ও স্থানীয়রা চেঁচামেচি করেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত দুই বাইক আরোহীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাদের পরিচয় শনাক্ত করে—আকাশ ক্ষেত্রপাল ও প্রশান্ত মুর্মু, দু’জনেই কালনার বৈদ্যপুর গ্যারেজ সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ তাপস হেমব্রমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরপরই কালনা থানার পুলিশ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে দুই যুবককে গ্রেফতার করে। শনিবার তাদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আহত তাপস হেমব্রমের মেয়ে আদিতি দাবি করেছেন, তাঁর বাবার ওপর নির্মম হামলার জন্য দুই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, নেশাগ্রস্ত অবস্থায় গাড়িচালকের ওপর এমন নৃশংস হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলার কঠোর প্রয়োগ এখন আগের থেকেও জরুরি।




















