দশ মিনিটের কালবৈশাখীর তাণ্ডবে উড়লো বিয়ে বাড়ির প্যান্ডেল। ব্যাপক ক্ষতি মালদার আম চাষে।ঝড়ের দাপটে একদিকে যেমন ঝরে পড়েছে আম অন্যদিকে শিলাবৃষ্টি হওয়াত ক্ষতি হয়েছে মালদার আম চাষের। ব্যাপক ক্ষতির সম্মুখীন মালদার আম চাষে থেকে ব্যবসায়ীরা।
আম চাষে ক্ষতির পাশাপাশি কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে মালদার হবিবপুরে।মালদার বুলবুলচন্ডী- জাজৈল রাজ্য সড়কে ধারে ঝড়ের তাণ্ডবে রাজ্য সড়কের বিভিন্ন মোড়ে ওপরে পড়েছে গাছ ,ভেঙে পড়েছে বেশ কয়েকটি ইলেকট্রিক পোল ।বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকায় বিদ্যুৎ।
ধুমপুর গ্রাম পঞ্চায়েতের কিঞ্চি বাড়ি রাজ্য সড়কে গাছ পড়েছে , বিদ্যুতের পোল ভেঙেছে বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে পড়েছে,বেশকিছু বাড়ির টিনের চাল উড়ে গেছে ঝড়ের তাণ্ডবে ।একই ছবি বামন গোলা ব্লকের চাঁদপুর জগদলা ভবানীপুর এলাকায়।এই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বাড়ি ঘরের।
উল্লেখ্য, দশ মিনিটের কালবৈশাখীর তাণ্ডবে উড়লো বিয়ে বাড়ির প্যান্ডেল। ব্যাপক ক্ষতি মালদার আম চাষে।ঝড়ের দাপটে একদিকে যেমন ঝরে পড়েছে আম অন্যদিকে শিলাবৃষ্টি হওয়াত ক্ষতি হয়েছে মালদার আম চাষের। ব্যাপক ক্ষতির সম্মুখীন মালদার আম চাষে থেকে ব্যবসায়ীরা।
আর ও পড়ুন দিনের পর দিন শ্মশানে দাহ হচ্ছে, অথচ নজরদারি নেই প্রশাসনের
আম চাষে ক্ষতির পাশাপাশি কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে মালদার হবিবপুরে।মালদার বুলবুলচন্ডী- জাজৈল রাজ্য সড়কে ধারে ঝড়ের তাণ্ডবে রাজ্য সড়কের বিভিন্ন মোড়ে ওপরে পড়েছে গাছ ,ভেঙে পড়েছে বেশ কয়েকটি ইলেকট্রিক পোল ।বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকায় বিদ্যুৎ।
ধুমপুর গ্রাম পঞ্চায়েতের কিঞ্চি বাড়ি রাজ্য সড়কে গাছ পড়েছে , বিদ্যুতের পোল ভেঙেছে বিয়ে বাড়ির প্যান্ডেল ভেঙে পড়েছে,বেশকিছু বাড়ির টিনের চাল উড়ে গেছে ঝড়ের তাণ্ডবে ।একই ছবি বামন গোলা ব্লকের চাঁদপুর জগদলা ভবানীপুর এলাকায়।এই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বাড়ি ঘরের।