কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি পুরুলিয়ায়।হটাত দমকা ঝড়ে উড়ে গেল পোলট্রি ফার্ম। মারা গেছে বহু মুরগী।রবিবার রাত্রের কালবৈশাখী ঝড়ে পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত বড়গ্রাম অঞ্চলের কুসুমটিকরী গ্রামে প্রায়ই ১০ হাজারেরও বেশি পাখি থাকা পোল্টি ফার্ম এর এডভেস্টার সহ খড়ের চাল দুমুড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে নষ্ট হয়ে যায়।
বহু পোল্ট্রি মুরগি চাপা পড়ে মারা যায়।গ্রামের মানুষ জন এসে রাত্রে চাপা অবস্থা থেকে বার করে বহু পাখির প্রান বাচায়। এলাকার ৮ জন বেকার ছেলের কাজের ব্যবস্থা হয়েছিল এই ফার্মে।হটাৎ কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতির ফলে চিন্তিত বেকার চাষী সহ সকলেই।
বাবুলাল মাহাত জানান বহু ধারদেনা করে পোল্ট্রিফার্ম তৈরি করে রোজগারের ব্যবস্থা করা হয়েছিল।কিন্তু তার আগেই প্রকৃতি সব শেষ করে দিলো।এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো মুশকিল বলে জানান পোল্ট্রি ফার্ম মালিক থেকে কর্মী সকলেই।
আর ও পড়ুন নদীতে মাছ ধরতে গিয়ে রাতারাতি লাখপতি ঝড়খালির মৎস্যজীবী
উল্লেখ্য, কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি পুরুলিয়ায়।হটাত দমকা ঝড়ে উড়ে গেল পোলট্রি ফার্ম। মারা গেছে বহু মুরগী।রবিবার রাত্রের কালবৈশাখী ঝড়ে পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত বড়গ্রাম অঞ্চলের কুসুমটিকরী গ্রামে প্রায়ই ১০ হাজারেরও বেশি পাখি থাকা পোল্টি ফার্ম এর এডভেস্টার সহ খড়ের চাল দুমুড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে নষ্ট হয়ে যায়।
বহু পোল্ট্রি মুরগি চাপা পড়ে মারা যায়।গ্রামের মানুষ জন এসে রাত্রে চাপা অবস্থা থেকে বার করে বহু পাখির প্রান বাচায়। এলাকার ৮ জন বেকার ছেলের কাজের ব্যবস্থা হয়েছিল এই ফার্মে।হটাৎ কালবৈশাখীর ঝড়ে ক্ষয়ক্ষতির ফলে চিন্তিত বেকার চাষী সহ সকলেই।
বাবুলাল মাহাত জানান বহু ধারদেনা করে পোল্ট্রিফার্ম তৈরি করে রোজগারের ব্যবস্থা করা হয়েছিল।কিন্তু তার আগেই প্রকৃতি সব শেষ করে দিলো।এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো মুশকিল বলে জানান পোল্ট্রি ফার্ম মালিক থেকে কর্মী সকলেই।