পুর্ব বর্ধমান – রাতের খাবারের পর বিছানায় শুয়ে ছিল নবম শ্রেণির ছাত্র রনি তুড়ি (১৫)। আচমকাই কালাচ সাপের ছোবলে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয় ওই নাবালকের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় রনিকে কামড়ায় বিষধর সাপটি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা সাপটিকে ধরে ব্যাগবন্দি করেন এবং রনিকে মেমারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই রনির মৃত্যু হয়। রনির বাবা মিলন তুড়ি জানান, ছেলেকে কালাচ সাপ ছোবল মেরেছিল। ঘটনাটি ঘিরে এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
