মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়ির সামনে বিক্ষোভের কর্মসূচি নিলেও মাঝপথে থামল AIDSO এর মিছিল!

মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়ির সামনে বিক্ষোভের কর্মসূচি নিলেও মাঝপথে থামল AIDSO এর মিছিল!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়ির সামনে বিক্ষোভের কর্মসূচি নিলেও মাঝপথে থামল AIDSO এর মিছিল! শুরু হল পুলিশের সাথে ধস্তাধস্তি। এসএসসি মামলায় রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল। বিরোধীরা দফায় দফায় আন্দোলন বিক্ষোভ চালাচ্ছে শাসকদলের বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যেই এসএসসি দুর্নীতিতে যুক্তদের দ্রুত শাস্তির দাবি ও প্যানেলভুক্তদের দ্রুত নিয়োগের দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না কর্মসূচি নিয়েছিলেন AIDSO কর্মীরা। যদিও তা সফল হল না। কারন হাজরা মোড়ের কাছে এলেই তা আটকে দেয় পুলিশ। পুলিশ মিছিলে বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

 

ধুন্ধুমার পরিস্থিতির জেরে হাজরা মোড়ের মতো ব্যস্ত জায়গায় স্তব্ধ হয় যান চলাচল। অনেক চেষ্টা নর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছাতে পারেনি বিক্ষোভকারীদের দল। তাঁরা মুখ্যমন্ত্রী বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সেখানে মহিলা পুলিশের বিশাল বাহিনীও সে সময় উপস্থিত ছিল। বিক্ষোভকারীদের আটক করে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। এর কিছুক্ষণ পর অবশ্য হাজরা মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আর ও পড়ুন    অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ আলিয়া ইউনিভার্সিটি পড়ুয়াদের

অন্যদিকে, শুক্রবার বিজেপি-র যুবমোর্চার কর্মীরা সল্টলেকের করুণাময়ীতে এসএসসি ভবন অভিযানের কর্মসূচি নিয়েছিল। সেখানেও মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। বিক্ষোভকারীরা এসএসসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলেও তাঁদের বাধা দেয় পুলিশ। যা ঘিরে ব্যাপক ধস্তধস্তি হয়। বিজেপি বিক্ষোভকারীদের অভিযোগ, শাসক দল ভয় পাচ্ছে তাই পুলিশ দিয়ে তাঁদের এসএসসি ভবনের দিকে যেতে বাধা দিচ্ছে।

 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়ির সামনে বিক্ষোভের কর্মসূচি নিলেও মাঝপথে থামল AIDSO এর মিছিল! শুরু হল পুলিশের সাথে ধস্তাধস্তি। এসএসসি মামলায় রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল। বিরোধীরা দফায় দফায় আন্দোলন বিক্ষোভ চালাচ্ছে শাসকদলের বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যেই এসএসসি দুর্নীতিতে যুক্তদের দ্রুত শাস্তির দাবি ও প্যানেলভুক্তদের দ্রুত নিয়োগের দাবিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না কর্মসূচি নিয়েছিলেন AIDSO কর্মীরা। যদিও তা সফল হল না। কারন হাজরা মোড়ের কাছে এলেই তা আটকে দেয় পুলিশ। পুলিশ মিছিলে বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top