কালিন্দী নদীর পারে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে বাঁচাতে স্বয়ং বিডিও বিধায়ক।। দুর্বল নদীপথ নিজের চোখের সরে জমিনে খতিয়ে দেখলেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক এর দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলির কালিন্দী নদীর পারে প্রায় এক কিলোমিটার জুড়ে এক হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা বসিয়ে একদিকে নদী বাঁধ , ভূমিক্ষয় রোধ করতে পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণ করলেন যুগ্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দের সংগঠনের পক্ষ থেকে।
আজকের দিনে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে বর্তমান জনসংখ্যার তুলনায় পৃথিবীতে অরন্যের সংখ্যা অনেক কম। তাই দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন অনেক বেড়ে যাচ্ছে। আর এই উষ্ণায়নের ফলে জলের স্তর বেড়ে যাচ্ছে যার ফলে আস্তে আস্তে সুন্দরবন অঞ্চল জলের তলায় তলিয়ে যাওয়ার পথে। আর এই বিপর্যয় থেকে একমাত্র মুক্তি দিতে পারে অরণ্য বা গাছ। তাই আজকে দিনে অরণ্য সপ্তাহ কে মাথায় রেখেই বৃক্ষরোপণ কর্মসূচি। উপলক্ষে দুলদুলিতে গরান গেয়া হেতাল সুন্দরী কেওড়া বান ম্যানগ্রোভ চারা লাগানো হলো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল এবং হিঙ্গলগঞ্জ,বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী অফিসের যুগ্ম আধিকারিক আবুল কালাম আজাদ,ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান চঞ্চল মন্ডল,এবং যুগ্ম আধিকারিক দের সংস্থার সেক্রেটারি স্নেহাশীষ ভৌমিক সহ বেশকিছু বিশিষ্টজনেরা জানেরা। পাশাপাশি নদী বাঁধগুলো সরজমিনে একবার খতিয়ে দেখলেন।
আরও পড়ুন – বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা
উল্লেখ্য, কালিন্দী নদীর পারে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে বাঁচাতে স্বয়ং বিডিও বিধায়ক।। দুর্বল নদীপথ নিজের চোখের সরে জমিনে খতিয়ে দেখলেন উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক এর দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলির কালিন্দী নদীর পারে প্রায় এক কিলোমিটার জুড়ে এক হাজার বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা বসিয়ে একদিকে নদী বাঁধ , ভূমিক্ষয় রোধ করতে পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণ করলেন যুগ্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দের সংগঠনের পক্ষ থেকে। আজকের দিনে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে বর্তমান জনসংখ্যার তুলনায় পৃথিবীতে অরন্যের সংখ্যা অনেক কম।