কালিবাড়িতে মাসির বাড়ি আসলো না জগন্নাথ, রীতি ভাঙ্গায় ক্ষোভ সাধারণ মানুষদের। পুরনো ঐতিহ্য এবং প্রথাকে উলঙ্গন করার অভিযোগ উঠল শুক্রবার। রথযাত্রার প্রত্যেক বছর জগন্নাথ এর রথ ময়নাগুড়ি ময়নামাতা কালীমন্দিরে মাসির বাড়ি আসলেও এবছর তা আর হলো না। আর তাতেই খুব উপড়ে দিয়েছেন ময়নাগুড়ির সাধারণ মানুষ। পুরনো রীতিকে ভেঙে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্তকে গ্রহণ করেননি, ময়নাগুড়িবাসী।
উল্লেখ্য, ময়নাগুড়ি শহরে রথযাত্রা প্রতি বছরের মতো লালবাবা শিব মন্দির থেকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত দুবছর রথযাত্রা বন্ধ থাকে। সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলে এ বছর পুনরায় রাস্তায় নামে জগন্নাথের রথ। রীতি মেনে লালবাবা শিব মন্দির থেকে রথ বেরিয়ে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে মাসির বাড়ি যান ময়নাগুড়ি ময়নামাতা কালী মন্দিরে। সেখান থেকেই বাড়ি ফেরেন জগন্নাথ।
কিন্তু এবছর সেই রীতি ভেঙ্গে মাসির বাড়িতে ময়নামাতা কালী মন্দিরে এলোনা জগন্নাথ। জানা গেছে ময়নাগুড়ি বাবু পাড়ার শঙ্কর ভদ্র নামের এক সদস্যের বাড়িতে মাসির বাড়ি যায় জগন্নাথ। যার জেরে খুব প্রকাশ করেছেন ময়নাগুড়ির আমজনতা। তাদের অভিযোগ, কি করে রথযাত্রা কমিটি একক সিদ্ধান্ত নিয়ে পুরনো ঐতিহ্যকে ভেঙে কোন এক সদস্যের বাড়িতে রথ নিয়ে যান। তারা অভিযোগ করেন, ময়নাগুড়ির সাধারণ মানুষকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই নিয়ম মানতে রাজি নন তারা। স্থানীয় বাসিন্দা গৌতম গুপ্ত জানান,”আমাদেরকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা আমরা মানতে পারছি না।
ছোট থেকে আমরা দেখে আসছি যে জগন্নাথের রথযাত্রা মাসির বাড়ি উপলক্ষে ময়নামাতা কালী বাড়িতেই থাকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়ে কালীবাড়িতে রথ এলোনা তা সকলের সামনে তুলে ধরা উচিত।”ময়নামাতা কালী মন্দিরের পুরোহিত অতুল চক্রবর্তী বলেন,”জগন্নাথ, সুভদ্রা ও বলরাম মাসির বাড়ি হিসেবে ময়নামাতা কালী মন্দিরেই আসতো। এখানকার কমিটি তাদের জন্য ভোগের ব্যবস্থা করত। তবে যদি সেই রীতি ভাঙ্গার পরিকল্পনা থাকে তাহলে তা সর্বসাধারণকে জানানো উচিত বলে মনে করি।”
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শুভেন্দু
এই বিষয়ে লালবাবা শিব মন্দির কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন,”করোনা পরিস্থিতির কারণে দু বছর মন্দির বন্ধ থাকায় মাসির বাড়ি হিসেবে ভক্তদের বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তাই এ বছরও বাবুপাড়ার শংকর ভদ্রের বাড়িতেই মাসির বাড়ি যাবে জগন্নাথ।
অন্যদিকেড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন চিরাচরিত প্রথা মেনে রথের দিন জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ ময়নাগুড়ি ময়না মাতা কালীবাড়ি প্রাঙ্গনে রাখা হতো বলরাম সুভদ্রা ও জগন্নাথ কে কিন্তুকরে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিক করেনি কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ময়নাগুড়ি বাসির সেন্টিমেন্ট। তাই রথ কমিটি ময়নাগুড়ি বাসিন্দাদের না জানিয়ে এই কাজ করেছে বলে জানতে পেরেছি এই ধরনের ঘটনা কখনো কাম্য নয়। আমরা পৌরসভা থেকে এ বিষয়ে খবর নেব।