কালিয়াগঞ্জ উপ নির্বাচনের মিছিলে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

কালিয়াগঞ্জ উপ নির্বাচনের মিছিলে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তরদিনাজপুর, ২৩ নভেম্বর, সমস্ত আলোচনায় জল ঢেলে কালিয়াগঞ্জ উপ নির্বাচনে মিছিলে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার রাত থেকে চলা বিভিন্ন নাটকে যবনিকা টেনে কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর ভোট প্রচারের মিছিলে অংশ নেন বিপ্লব কুমার দেব।
উল্লেখ্য শুক্রবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরে আসেন শনিবারে কালিয়াগঞ্জে একটি মিছিলে অংশ নেওয়ার জন্য। তার সেই কর্মসুচীর অনুমতি দেওয়া নিয়ে মাঝরাত পর্যন্ত চলে টানাপোড়েন। রাজ্য বিজেপি নেতৃত্ব ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে প্রশাসনক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন। এরপর কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কালিয়াগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা দেন বিপ্লব দেব। আচমকাই কালিয়াগঞ্জে গিয়ে বিজেপি প্রার্থীকে নিয়ে মিছিলে অংশ নেন বিপ্লব দেব।
তবে প্রশাসন শেষ মুহুর্তে কি এই মিছিলের কোনো অনুমতি দিয়েছে প্রশাসন? এই প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন তিনি কিছুই জানেন না, খোজ নিয়ে জানাবেন। জেলাশাসক তথা আর.ও অরবিন্দ কুমার মীনা এই বিষয়ে এই মুহুর্তে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজী হননি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top