নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, ১০ নভেম্বর, কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনকে শান্তিপূর্ন রাখার জন্য নামানো হল কেন্দ্রীয় বাহিনী। এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শনিবার রাতে এসে পৌছাছে কালিয়াগঞ্জে।এই উপনির্বাচনে আরও চার কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে। তার মধ্যে এক কোম্পানী মহিলাও কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে জানা গিয়েছে।
কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর ২৮ নভেম্বর ওই নির্বাচনে ভোট গননা। তার আগে কালিয়াগঞ্জ বিধানসভায় উপনির্বাচনকে ঘিরে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে তার জন্য নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট গননার পরে তারা চলে যাবে। এই বাহিনীগুলি দিয়ে রবিবার থেকে শুরু হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেরায়।