মালদার কালিয়াচকে দুস্কৃতীদের দুই গোষ্ঠীর লড়াই, এলাকায় উত্তেজনা । দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলি ও বোমাবাজির ঘটনায় উতপ্ত হয়ে উঠলো কালিয়াচক থানার বামনগ্রাম এলাকা। সোমবার গভীর রাত পর্যন্ত চলে গুলি ও বোমাবাজি বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ বাহিনী।
কালিয়াচকের বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের হারুগ্রামে বোমা ও গুলি চলার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেনাউল শেখ এবং মাহেদুর শেখ গোষ্ঠীর মধ্যে লড়াই স্থানীয় সূত্রে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মাহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবল। তার কাছ থেকে পাঁচলক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
এমনকি মাহেদুরকে লক্ষ্য করে সেনাউল ও তার দল গুলি চালায় বলেও অভিযোগ। গুলির আওয়াজ পেয়ে মাহেদুরের দলবল ঘিরে ধরে সেনাউলদের। তখনকার মতো পালিয়ে গিয়ে ফের দলবল নিয়ে সেনাউল, মাহেদুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। চলে ব্যাপক বোমাবাজি। গুলিতে আহত রায়েশ শেখ নামে সেনাউল গোষ্ঠীর একজন। তাকে সুজাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ।
আর ও পড়ুন নকল টাকার বান্ডিল দিয়ে দিনে দুপুরে সোনার গহনা লুট
তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত আটক দুইজন।এই ঘটনায় আব্দুর সাত্তার ও আসমাউল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, হারু গ্রামের গোলমালের ঘটনায় অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি কারনে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মালদার কালিয়াচকে দুস্কৃতীদের দুই গোষ্ঠীর লড়াই, এলাকায় উত্তেজনা । দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলি ও বোমাবাজির ঘটনায় উতপ্ত হয়ে উঠলো কালিয়াচক থানার বামনগ্রাম এলাকা। সোমবার গভীর রাত পর্যন্ত চলে গুলি ও বোমাবাজি বলে অভিযোগ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ বাহিনী। কালিয়াচকের বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের হারুগ্রামে বোমা ও গুলি চলার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সেনাউল শেখ এবং মাহেদুর শেখ গোষ্ঠীর মধ্যে লড়াই স্থানীয় সূত্রে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মাহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবল। তার কাছ থেকে পাঁচলক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।