নিজস্ব সংবাদদাতা, মালদা, ১০ নভেম্বর, বাংলা আবাস যোজনা প্রকল্পের শংসাপত্র বিতরণ অনুষ্ঠান কালিয়াচক ১ ব্লকে।ব্লকের সম্ভাব্য মঞ্চে শংসাপত্র বিতরণ অনুষ্ঠানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন, কালিয়াচক১ ব্লক বিডিও সন্দীপ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ মুসলিম শেখ ও পঞ্চায়েত সমিতির সদস্য হাসেন আলি ।
বিধায়ীক সাবিনা ইয়াসমিন বলেন,মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ি তৈরিতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।যার অঙ্গ হিসেবে কালিয়াচক ১ ব্লক এলাকায় মোট ছয় হাজার পরিবারকে এই প্রকল্পের বাড়ি তৈরির জন্য শংসাপত্র দেওয়া হচ্ছে।তিনটি কিস্তির মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে।সাথে জবকার্ডের মাধ্যমে আরো ১৭১৯০ টাকা পাবে।তিন মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে। কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান বলেন , এইবার প্রথম আমাদের ব্লক ৬০০০ ঘর পেয়েছে কিন্তু আমাদের টার্গেট ছিল দশ হাজার । এত ঘর আনা আমার পক্ষে রাখা সম্ভব ছিল না সবচাইতে বেশি আমার ব্লকের বিডিও সাহেব চেষ্টা করে ৬০০০ ঘর নিয়ে এসেছেন । তিনি আরও বলেন একমাত্র যাদের নাম ঘরের লিস্টে আছে তারাই ঘর পাবে । এ পর্বে যারা ঘর পায়নি সামনের পর্বে তারা পার পেয়ে যাবে । তবে যাদের নাম লিস্টে নেই তারা কেহ কাউকে কোন ধরনের টাকা পয়সা দিবেন না যতই টাকা দেওয়া যাক তারা ঘর এবার পাবে না । আর যাদের লিস্টে নাম আছে তারা আবার পরবর্তী পর্বে অবশ্যই ঘর পাবেন ।
কালিয়াচক ১ বিডিও সন্দীপ ঘোষ বলেন , রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে শুধুমাত্র বাড়ি তৈরি করার জন্যই । আপনারা এ টাকায় অবশ্যই বাড়ি তৈরি করবেন । কিভাবে বাড়ি তৈরি হবে এবং পরবর্তী কিস্তি গুলো কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু গুছিয়ে বলেন । তিনি আরো বলেন আগামী তিন মাসের মধ্যে বাড়ি দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে । তিনটি কিস্তির মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে। সাথে জবকার্ডের মাধ্যমে আরো ১৭১৯০ টাকা পাবে।তিন মাসের মধ্যে বাড়ি তৈরি করতে হবে।
কালিয়াচক ১ ব্লকে অনুষ্ঠিত হল আবাস যোজনা প্রকল্পের শংসাপত্র বিতরণ অনুষ্ঠান
কালিয়াচক ১ ব্লকে অনুষ্ঠিত হল আবাস যোজনা প্রকল্পের শংসাপত্র বিতরণ অনুষ্ঠান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram