কালি পুজো, দিপাবলী ও ছট পূজো উপলক্ষ্যে উস্তি থানার উদ্যোগ সমন্বয় সভা। আর কদিন পর আলোক উৎসব দিপাবলী ও কালিপুজো, আর কিছু দিনের মধ্যেই রয়েছে ছট পূজো আর সেই উপলক্ষ্যে দঃ ২৪ পরগনা জেলার উস্তিতে স্থানীয় থানার উদ্যোগে এক সমন্বয় সভা আয়োজিত হল বৃহস্পতিবার ।এদিন উস্তি এলাকার একাধিক ক্লাব গুলিকে নিয়ে উস্তি থানার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় থানার আধিকারিক বৈদ্যনাথ দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মন্ডল সহ বিশিষ্ট জনেরা। এদিন এই সভা থেকে পুলিশ আধিকারিক বৈদ্যনাথ বাবু বলেন, সামনে কালিপুজো তাই সমস্ত বিধি নিষেধ মেনে উৎসব পালন করতে হবে। উৎসবের সময় পুলিশ সব রকম ভাবে নাগরিকদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন বৈদ্যনাথ বাবু। এদিন পঞ্চায়েত সহ সভাপতি মানবেন্দ্র বাবু বলেন, আলোক উৎসবে একে অন্যের সাথে আনন্দ ভাগ করে নিয়ে আমরা সচেতন ভাবে উৎসব পালন করতে বদ্ধবপরিকর।
আরও পড়ুন – দীপাবলি ও শ্যামাপূজা নিয়ে রাজারহাট থানা কমিটির প্রশাসনিক বৈঠক
উল্লেখ্য, আর কদিন পর আলোক উৎসব দিপাবলী ও কালিপুজো, আর কিছু দিনের মধ্যেই রয়েছে ছট পূজো আর সেই উপলক্ষ্যে দঃ ২৪ পরগনা জেলার উস্তিতে স্থানীয় থানার উদ্যোগে এক সমন্বয় সভা আয়োজিত হল বৃহস্পতিবার ।এদিন উস্তি এলাকার একাধিক ক্লাব গুলিকে নিয়ে উস্তি থানার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় থানার আধিকারিক বৈদ্যনাথ দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মন্ডল সহ বিশিষ্ট জনেরা।
এদিন এই সভা থেকে পুলিশ আধিকারিক বৈদ্যনাথ বাবু বলেন, সামনে কালিপুজো তাই সমস্ত বিধি নিষেধ মেনে উৎসব পালন করতে হবে। উৎসবের সময় পুলিশ সব রকম ভাবে নাগরিকদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন বৈদ্যনাথ বাবু। এদিন পঞ্চায়েত সহ সভাপতি মানবেন্দ্র বাবু বলেন, আলোক উৎসবে একে অন্যের সাথে আনন্দ ভাগ করে নিয়ে আমরা সচেতন ভাবে উৎসব পালন করতে বদ্ধবপরিকর।