খেলা – কলকাতা ফুটবল লিগে আবারও জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল। আগের ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে হার তাদের যে হতাশায় ডুবিয়েছিল, শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে হারিয়ে সেই ক্ষত অনেকটাই মুছে দিল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন হয়েছে। ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল উঠে এসেছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুরুচি সংঘ।
এই ম্যাচে চোট ও কার্ড সমস্যায় একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি ইস্টবেঙ্গল। মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার ও জেসিন টিকে চোটের কারণে বাইরে ছিলেন, আর প্রভাত লাকরা ও ডেভিড কার্ড সমস্যায় খেলতে পারেননি। ফলে কোচ বিনো জর্জ বাধ্য হয়ে সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার এবং এডমুন্ড লালরিনডিকাকে প্রথম একাদশে সুযোগ দেন।
ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় দলটি। অবশেষে ম্যাচের শেষ দিকে ভানলালপেকা গুইতের গোলে লিড পায় লাল-হলুদ শিবির। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাফল্য থেকে আত্মবিশ্বাস সঞ্চয় করে আগামী ম্যাচগুলোতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে ইস্টবেঙ্গল।
