কলকাতা – শুক্রবার রাতে কালীঘাটের একটি বিখ্যাত গয়নার দোকানে বড়সড় ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কালীঘাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মারাত্মক অস্ত্রশস্ত্রসহ পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনা ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ কালীঘাট রোডের আদিগঙ্গার পাশ দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই পাঁচজন। টহলরত পুলিশকর্মীরা তাদের আচরণে অসঙ্গতি লক্ষ্য করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তাদের দেহ ও জিনিসপত্র তল্লাশি করা হয়। তখনই তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু প্রাণঘাতী অস্ত্র এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে, তারা কোনো বড় অপরাধের জন্য প্রস্তুতি নিচ্ছিল।
জেরার পর ধৃতদের পরিচয় প্রকাশ পেয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে একজন মহেশতলার বাসিন্দা। বাকি চারজনের মধ্যে দুজন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং দুজন নোদাখালির বাসিন্দা। ধৃতদের বয়স ২১ থেকে ৪২ বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এই চক্রটি শহরে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এখন ধৃতদের জেরা করে পুলিশ চক্রটির মূল হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এত মারাত্মক অস্ত্র তারা কীভাবে জোগাড় করল এবং এই ডাকাতির পরিকল্পনার পেছনে আর কারা রয়েছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই কালীঘাট থানার পাশাপাশি লালবাজারের বিশেষ টিমও নেমে পড়েছে।
