মুখ্যমন্ত্রী – দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আবহ এখনও জারি রয়েছে। সেই আবহকেই আরও রঙিন করে তুলল একাদশীর দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনী। শুক্রবার বিকেলে সেখানে দলের জনপ্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আমেজ ভাগ করে নেন তিনি। একেবারে গৃহকর্ত্রীর মতোই অতিথি আপ্যায়ণ করতে দেখা যায় তাঁকে।
কালীঘাটের কার্যালয়ে আয়োজিত এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন দলের সদস্যদের পাশাপাশি সাংবাদিকরাও। বিনোদন জগতের অনেকেও হাজির ছিলেন—গায়ক, অভিনেতা, এমনকি পুজো উদ্যোক্তাদেরও দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী নিজেই এই সমাবেশের ভিডিও পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডলে। সেখানে তিনি লেখেন, “আজ কালীঘাটে বিজয়া সম্মিলনীতে আমরা সকলে একত্রিত হয়েছিলাম। ছিলেন দলের নেতা-কর্মী, সাংবাদিক বন্ধুরা এবং বিনোদন জগতের শিল্পীরাও।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, “যদিও দুর্গাপুজো শেষ হয়েছে, তবে এর আবেশ রয়ে গিয়েছে এই মিলনের মধ্য দিয়ে। এটাই আমাদের ঐক্য, বন্ধন এবং আনন্দকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, খোঁজখবর নিয়েছি। আপনাদের এই পাশে থাকাই আমাদের অনুপ্রেরণা এবং চলার শক্তি। এই পবিত্র সময়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ আমাদের পথ আলোকিত করুক।”
দশমীর বিষণ্ণতার মাঝেই মুখ্যমন্ত্রীর এই মিলনমেলা উৎসবের রেশকে আরও উজ্জ্বল করে তুলল।
