কালীপুজো ও দিওয়ালির রাতে ‘শব্দদানব’ জব্দ করতে অটোয় চেপে ঘুরবে পুলিশ। কালীপূজা ও দিওয়ালি উপলক্ষে কলকাতা শহরে নিষিদ্ধ শব্দবাজির উপদ্রব ঠেকাতে এবারে অভিনব পরিকল্পনা নিল কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন গলি এলাকায় যেখানে পুলিশের জি ভ বা গাড়ি ঢুকবে না সেই সমস্ত এলাকায় সাধারণ অটোতে চড়ে সাদা পোশাকের পুলিশ কর্মীরা নিষিদ্ধ উপদ্রব ঠেকানোর জন্য।
সোমবারই কালীপুজো। উত্তর ২৪ পরগনার নৈহাটি, বারাসতের কালীপুজো বিখ্যাত। এছাড়াও বিভিন্ন জেলায় বহু প্রাচীন কালীপুজো রয়েছে। এবারে মোট ২৬৬৪টি পুজো হচ্ছে কলকাতায়। উৎসবের দিনগুলো যাতে কোনওভাবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। এবার নিষিদ্ধ বাজি রুখতে অটোয় চেপে শহরের অলিগলিতে ঘুরে বেড়াবে পুলিশ। সোমবার কালীপুজোর সকাল থেকেই রাস্তায় ও পুজো প্যান্ডেলগুলিতে মোতায়েন থাকছে পুলিশ। ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে। কালী প্রতিমার গয়নার নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রস্তুত থাকছে বিশেষ বাহিনী। বহু পুজোমণ্ডপে বহুমূল্যের সোনার গয়না পরিয়ে সাজানো হয় প্রতিমা। কোনওরকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা।
আরও পড়ুন – ঘোলায় মহিলাকে খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দ্বিতীয় অভিযুক্ত
নিষিদ্ধ বাজি পোড়ানো রুখতে শহরে ১৮টি স্পেশাল মোবাইল প্যাট্রোল টিম থাকছে। অলিগলিতে নজরদারি রাখতে ১১৪টি অটোয় করে ঘুরবে পুলিশ। পাশাপাশি বহুতলের নজরদারিতে থাকছে পৃথক টিম। থাকবে ২৭টি ওয়াক টাওয়ার। কমব্যাট ফোর্স-সহ ১৩টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে। পিটিএস-এ অতিরিক্ত কন্ট্রোল রুম খোলা হবে। প্রত্যেক ডিভিশনে থাকবে অতিরিক্ত রিজার্ভ ফোর্স। এছাড়া কলকাতা শহরের বহুতল আবাসন গুলির ছাদের দরজা বন্ধ রাখার জন্যে আবাসন কমিটির সেক্রেটারীদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। তবে তার পরেও বহু দলের ছাদে উঠে নিষিদ্ধ শব্দবাজি পোড়ানো বন্ধ করতে ড্রোণের সাহায্যে নজরদারি করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুজোর পাশাপাশি ভাসানের জন্যও প্রস্তুতি সারা কলকাতা পুলিশের। গঙ্গার ২৯টি ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। আদিগঙ্গার ৫টি ঘাট রয়েছে। এছাড়াও রয়েছে ৩৫টি জলাশয়ে নজরদারি। গঙ্গার বিভিন্ন ঘাটে থাকবে ডুবুরি। গঙ্গায় স্পিড বোট, জেট স্কি’তেও নজরদারি চলবে। প্রতিটি ঘাটে থাকবে ডিএমজি টিম। ভাসানে কোনওরকম ডিজে মিউজিক বাজানো যাবে না, জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ফাটানো যাবে না নিষিদ্ধ বাজিও।