কালীপুজোর রাতে থানার ভেতর ডিজে বাজিয়ে বিতর্ক, বোলপুর আইসিকে শোকজ করল জেলা পুলিশ সুপার

কালীপুজোর রাতে থানার ভেতর ডিজে বাজিয়ে বিতর্ক, বোলপুর আইসিকে শোকজ করল জেলা পুলিশ সুপার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম – কালীপুজোর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে বোলপুর থানার ভেতরে উদ্দাম ডিজে বাজানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। অভিযোগের জেরে বোলপুর থানার আইসি লিটন হালদারকে শোকজ করেছেন বীরভূম জেলা পুলিশ সুপার।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে বোলপুর থানার ভেতরে বড় বড় ডিজে বক্স বসানো হয়েছিল। রাত গভীর পর্যন্ত হিন্দি গানের তালে পুলিশকর্মীদের নাচানাচি চলেছিল বলে অভিযোগ। সেই প্রচণ্ড শব্দে বিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দারা থানায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।

অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু করে জেলা পুলিশ প্রশাসন। শনিবার আইসি লিটন হালদারকে শোকজ নোটিশ পাঠানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠেছে—যেখানে সাধারণ নাগরিকদের রাতের পর উচ্চ শব্দে ডিজে বাজানোয় পুলিশ কড়া ব্যবস্থা নেয়, সেখানে নিজেরাই যদি সেই নিয়ম ভঙ্গ করে, তাহলে আইন রক্ষাকারী সংস্থার ভাবমূর্তি কীভাবে অক্ষুণ্ণ থাকবে? স্থানীয় মহলের দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top