কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোয় কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ

কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোয় কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা  – কালীপুজো ও দীপাবলিকে ঘিরে বাজি পোড়ানো নিয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র অনুমোদিত ‘গ্রিন’ বা সবুজ বাজিই ফাটানো যাবে, এবং তা করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। নির্দেশ অনুযায়ী, কালীপুজো ও দীপাবলির দিন অর্থাৎ ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি থাকবে। ছট পুজোর দিন (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। এই সময়ের বাইরে বাজি পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুসারে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। পর্ষদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কেবলমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজিই ব্যবহার করা যাবে। দূষণ ও শব্দ নিয়ন্ত্রণে রাখতে বাজির ব্যবহার এবং বিক্রিতে কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে নির্দেশিকা কার্যকর হয়। বিজ্ঞপ্তিটি কলকাতা পুলিশের গেজেট, সংবাদমাধ্যম এবং থানার নোটিস বোর্ডে প্রকাশিত হবে।

নির্দেশিকায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, অনুমোদনহীন বা দূষণ সৃষ্টিকারী বাজি, উচ্চ শব্দের বাজি এবং নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। দীপাবলি ও ছট পুজোর সময় শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, উৎসবের আনন্দে যেন পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়। দায়িত্বশীলভাবে উৎসব পালন করলেই প্রকৃতি ও আনন্দ দু’টিই অটুট থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top